runa laila - kal to chhelam valo lyrics
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না না না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না না না
একেলা রইতে পারি না
লাজেরি কলি ফুটিয়ে দিলো
হাতেরি পরশে
কারে যে বলি মরি যে আমি
কুমারি বয়সে
লাজেরি কলি ফুটিয়ে দিলো
হাতেরি পরশে
কারে যে বলি মরি যে আমি
কুমারি বয়সে
ঘরে যে মন টিকে না
বাহিরে সুখ মিলে না
না না না
এই জালা সইতে পারি না
না না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না
একেলা রইতে পারি না
কে যেন ডাকে আমারে ডাকে
লুকিয়ে আড়ালে
সমুকে পেলে জড়াবো তারে
বুকেরি আচলে
কে যেন ডাকে আমারে ডাকে
লুকিয়ে আড়ালে
সমুকে পেলে জড়াবো তারে
বুকেরি আচলে
হৃদয়ে তার ঠিকানা
জানে না কেউ জানে না
না না না
তারে যে ভুলতে পারি না
না না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না
একেলা রইতে পারি না
Random Lyrics
- la sonora malecon & lucho lambis - pícara lyrics
- rafolino - soldier lyrics
- russ - all i want lyrics
- kenny wade - i'm with that lyrics
- jeremy riddle - hallowed father lyrics
- a.k feat. jack0 - good vibes lyrics
- two door cinema club - satellite lyrics
- joshua speers - bad night lyrics
- g.i.jordan - deadzone lyrics
- postcard boy - passenger seat lyrics