runa laila - onek bristi jhore lyrics
Loading...
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
যেন এক মুঠো রোদ্দুর আমার দুচোখ ভরিয়ে তুমি এলে…
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে…
যেন এক মুঠো রোদ্দুর আমার দুচোখ ভরিয়ে তুমি এলে…
কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
এলে তুমি অবশেষে…
কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
এলে তুমি অবশেষে
তাই বাতায়নে
ময়ূরেরও ঝিলিমিলি ঝিলিমিলি
আজ সারাদিন ধরে
আমার দুচোখ ভরিয়ে
তুমি এলে…
আমি যেন ঐ
আলোর খেয়ায়
আনমনে ভেসে যায়
কোন স্বপ্নের দেশে যাই
আমি যেন ঐ
আলোর খেয়ায়
আনমনে ভেসে যায়
কোন স্বপ্নের দেশে যাই…
কত শিউলির আনন্দ যায় ডেকে ডেকে
দূর বনভূমি থেকে
কত শিউলির আনন্দ যায় ডেকে ডেকে
দূর বনভূমি থেকে…
তুমি এলে যেন এক মুঠো
চঞ্চল চঞ্চল
খুশি এলো অন্তরে
আমার দুচোখ ভরিয়ে
তুমি এলে…
অনেক বৃষ্টি ঝরে
তুমি এলে
যেন এক মুঠো রোদ্দুর
আমার দুচোখ ভরিয়ে
তুমি এলে…
Random Lyrics
- luke christopher - selfless lyrics
- natalie gore - i changed my mind lyrics
- otto - atrás de você lyrics
- grup orhun - türk lyrics
- dryvia - big bang lyrics
- niko - second second lyrics
- kesha - woman (feat. the dap-kings horns) lyrics
- otto - caminho do sol lyrics
- conjunto oro - cada vez que resuelles tus movimientos lyrics
- dangdut koplo - boleh saja lyrics