rupam islam - aami aachhi lyrics
Loading...
আমি আছি, আমি আছি
কেন আড়াল করতে চাও?
তোমার পাকস্থলীর ভেতর
আমায় খাবার করে নাও
আমি আছি, আমি আছি
হেই, কেন হঠাৎ ভুলতে চাও?
তোমার রাত জাগা কবিতা
অন্ত্যমিলে আমায় পাও
জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজারটা ভুল
ধরতে আমি চাইনা, ধরতে হয়
এখনো তুমি আমায় চিনতে চাও না
এখনো তোমার বাক্স ভরা ভয়
এখনো তুমি অস্বীকারে বন্দী
জানো না তুমি নিজের পরিচয়
আমি আছি, আমি আছি
তোমার মোড়ের মাথার গান
তোমার খুনোখুনির গলি
তোমার থেঁতলে যাওয়া প্রাণ
আমি আছি, আমি আছি
তোমার প্রতিশোধের ভ্রূণ
তোমার শেষেও আমি থাকবো
তোমার চিতাতে আগুন
জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজারটা ভুল
ধরতে আমি চাইনা, ধরতে হয়
এখনও তুমি আমায় চিনতে চাও না
এখনও তোমার বাক্স ভরা ভয়
এখনও তুমি অস্বীকারে বন্দী
জানো না তুমি নিজের পরিচয়
Random Lyrics
- zilla oaks - ogini lyrics
- sharmenis troncon - better than ever lyrics
- jvnxxr - morte lyrics
- wzor - algorytm lyrics
- zerø13 - future flowers freestyle lyrics
- lord simmy - fadid lyrics
- perotá chingó - vértigo lyrics
- thiago - get by lyrics
- basic flowers - the blossom and the artist lyrics
- gianni nazzaro - maria maria lyrics