
rupam islam - phiriye dewar gaan lyrics
Loading...
ভেবে ছিলাম তোকে ফিরিয়ে দেব আমি,
ভেবেছিলাম ঘুরে তাকাব না।
ভেবে ছিলাম তোকে পুড়িয়ে ফেলব আমি,
ভেবে ছিলাম উড়িয়ে দেব ছাই।
কিচ্ছু পারলাম না, শুধু বাড়লো জম্ভুম
সুখী গাল বোঝেনা কবিদের অসুখ।
পাতলা ঠোটের ডগায় সাজানো গল্পের খই,
তোকে ফিরিয়ে দেয়া উচিত অবশ্যই।
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ডাকা,
থাক সে পথ ফাকা, থাক তোর ডাকে সাড়া দেবনা দেবনা না না।
শত বসন্তের আদরে ঠিক রেখেছি বালিশে ঘুম, হাত পাতার ভাজে রাখা আমার এ ভাললাগা।
আমাকে ঘুড়ি ভাবে উড়াস না, নরম আঙুল কেটে যাবে, উপড়ে নেব নিজেকে।
Random Lyrics
- the good year pimps - devil went down to georgia lyrics
- luck life - kawaranai sora lyrics
- brainfreeze - bad temptation lyrics
- secret rendezvous - u send me flying lyrics
- chicago mass choir - you're an awesome god lyrics
- phoebe bridgers - jesus christ, i'm so blue all the time lyrics
- lil slim c - title (snoop dogg diss) lyrics
- mariah gomes feat. diego karter - a tua canção lyrics
- troy ave - cigar smoke (feat. king sevin) lyrics
- alonzo feat. amel bent - 100% lyrics