rupam islam - phiriye dewar gaan lyrics
Loading...
ভেবে ছিলাম তোকে ফিরিয়ে দেব আমি,
ভেবেছিলাম ঘুরে তাকাব না।
ভেবে ছিলাম তোকে পুড়িয়ে ফেলব আমি,
ভেবে ছিলাম উড়িয়ে দেব ছাই।
কিচ্ছু পারলাম না, শুধু বাড়লো জম্ভুম
সুখী গাল বোঝেনা কবিদের অসুখ।
পাতলা ঠোটের ডগায় সাজানো গল্পের খই,
তোকে ফিরিয়ে দেয়া উচিত অবশ্যই।
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ডাকা,
থাক সে পথ ফাকা, থাক তোর ডাকে সাড়া দেবনা দেবনা না না।
শত বসন্তের আদরে ঠিক রেখেছি বালিশে ঘুম, হাত পাতার ভাজে রাখা আমার এ ভাললাগা।
আমাকে ঘুড়ি ভাবে উড়াস না, নরম আঙুল কেটে যাবে, উপড়ে নেব নিজেকে।
Random Lyrics
- d'angelo - cruisin' (who’s fooling who mix) lyrics
- french montana - famous lyrics
- 넉살 feat. kim bum soo - filament lyrics
- lucaveros - в одно касание lyrics
- kat graham - time = $ lyrics
- various artists - 88 heartbeats lyrics
- anis fahira - legowo lyrics
- jimmy swaggart - he was there all the time lyrics
- jahn rome - superhero lyrics
- raf camora - brief lyrics