rupam islam - ugrobaader guptoboi lyrics
ওহে পিয়ানো বাজবে কবে
বিমূর্ত থেকে মূর্ত হবে
ওহে লেখনী লিখছ কই
উগ্রবাদের গুপ্ত বই
রুখো অশনি আঙ্গুল ছোঁবে
আগুন অবচেতন ক্ষোভে
তুফান বেগে খুঁজতে হবে
সঞ্জীবনী মৃতের স্তবে
শুদ্ধবাদের দেউলেপনায়
ভাট মারানোর প্রস্তাবনায়
আদ্যপান্ত ভাবের দেনা
হাতুড়ে যত আবর্জনা
জ্বালাবে কবে সাজাবে কবে
কয়লা কালো-কে ধবধবে
ময়লা মনে জ্বালাও বাতি
(আর)পেছনপাকার পেছনে লাথি
ওঠো হে সৈন্য লড়তে হবে
নেতার মনে পড়তে হবে
শাসন শুধু ভাষণ নয়
আসল অস্ত্র সমন্বয়
দালাল যখন দলিল খোঁজে
বিষের মর্ম শহীদ বোঝে
চিবিয়ে কাগজ গিলছি ঢোঁক
রেভলিউশন সফল হোক
ড্রামার তোর দামামা রবে
ড্রামা-র শেষ দৃশ্যে হবে
বিসর্জিতা গ্র্যামার বই
শ্মশান চিতা আগুন খই
পুড়ছে ভাট পুড়ছে ভান
z মিলিয়ন প্রেমের গান
কষিয়ে মারো ঠাসিয়ে চড়
লাগুক গুলি বিঁধুক শর
ওহে গিটারি বাজনা তোলো
বজ্র সুরে গিটার সোলো
স্মৃতির ওমে লেপ তোশক
গরম করো শীতল শোক
হে সেনাপতি অস্ত্রাগারে
গিটারও আলো জ্বালতে পারে
অন্ধ মনে জ্বালিয়ে বাতি
পচনতন্ত্রের পেছনে লাথি
Random Lyrics
- เจนนิเฟอร์ คิ้ม - แค่เพียงเพราะรัก lyrics
- as it is - soap lyrics
- lucy spraggan - all that i've loved (for barbara) lyrics
- justin quiles feat. bad bunny & almighty - crecia lyrics
- kehlani - piece of mind lyrics
- bebe rexha - i got you (acoustic version) lyrics
- prohibeo - geekin' lyrics
- eyes on the shore - black sheep lyrics
- grot - сто тысяч попыток lyrics
- azure the paradox - xvii lyrics