
rxbi - shadakalo lyrics
Loading...
[verse 1]
চোখে রাগ
আমার চোখে রাগ
চোখে ঘুম নাই আমার চোখে রাগ
এমন সময় এলে তুমি আমি নাই
এমন সময় এলে তুমি আমি নাই
[chorus]
সাদা+কালো drugs দেখো, সাদা+কালো
সাদা+কালো drugs দেখো, সাদা+কালো
বলো তোমার জন্য এখন কোথায় যাই?
বলো তোমার জন্য এখন কোথায় যাই?
shawty আমার সাথে নিতে চায় ketamine
shawty আমার সাথে নিতে চায় ketamine
আমি একা ঘুরে বেড়াই সারাদিন
আমি একা গ্রহণ করি ketamine
[verse 2]
আলো দেখি না হয়েছে like অনেকদিন
সূর্য দেখি না হয়েছে like অনেকদিন
থাকি অন্ধকারে আমি একটা vamp
থাকি অন্ধকারে আমি একটা vamp
আমার কাপড় রাখার জন্য তিনটি drawer
মিথ্যা সরানোর জন্য সাথে থাকে lawyer
আমি cheat করবো আমি নই তো loyal
আমি চলে যাবো আমি নয়তো loyal
দেখো ঐপাশ থেকে কে?
Random Lyrics
- flanders - everybody lyrics
- lil kliff - purple lyrics
- softheart - caving in lyrics
- vile - live2shine lyrics
- мари сенн (mary senn) - двое нелюбимых (two unloved) lyrics
- noah (can) - oscar's cellar lyrics
- 1-900 - breakin' 84 (vibes4yoursoul remix) lyrics
- rian - tanzen lyrics
- nine vicious - months lyrics
- spore (fra) - ouverture lyrics