s i tutul - keu prem kore lyrics
Loading...
কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
Random Lyrics
- tulipa ruiz - virou lyrics
- tulipa ruiz - old boy lyrics
- sina shabankhani - cheshmaye mast lyrics
- shin seung hun - 보이지 않는 사랑 (invisible love) lyrics
- metallica - here comes revenge lyrics
- atomic otro wey - luz clarita lyrics
- freshman 15 - drink to that lyrics
- ira! (brasil) - os meninos da rua paulo lyrics
- chen - best luck lyrics
- mistaman - basta lyrics