sabita chowdhury - ei bagane phool tola mana lyrics
Loading...
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
নিশিগন্ধা নিশীথে মন যে মাতায় দিবসে পড়ে থাকে পথের ধূলায়
শিউলি গোলাপ পারুল ফোটে ঝরে যায় দুদিনের হাসি খেলা দুদিনে ফুরায়
সবাই জানে সব দুদিনের সৌরভ শুধু মানেনা
সে তো ঝরতে জানেন
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
কে আপন কে বা যে পর জানা অজানা
দুনিয়া দুভাগ করা চেনা অচেনায়
হাজারো কাজে আছে হাজারো মানা
নিষেধের বাধায় সাধা কেবল না না না
সবাই জানে কথা শোনে যৌবন শুধু শোনেনা
সে তো ডরতে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
Random Lyrics
- the outflow project - hunting for treasure lyrics
- michael jackson - bad groove (band jam) lyrics
- dashboard confessional - city of blinding lights lyrics
- hawthorne heights - somewhere in the between lyrics
- los galos - amor que cosa linda lyrics
- flo bauer - wenn uns der wind lyrics
- duo esperanza - himnos de los cristianos lyrics
- musica de sonho - sonho de amor lyrics
- nino de angelo - strom der zeit lyrics
- bailey mcconnell - crystalise (radio edit) lyrics