![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
sabita chowdhury - ei bagane phool tola mana lyrics
Loading...
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
নিশিগন্ধা নিশীথে মন যে মাতায় দিবসে পড়ে থাকে পথের ধূলায়
শিউলি গোলাপ পারুল ফোটে ঝরে যায় দুদিনের হাসি খেলা দুদিনে ফুরায়
সবাই জানে সব দুদিনের সৌরভ শুধু মানেনা
সে তো ঝরতে জানেন
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
কে আপন কে বা যে পর জানা অজানা
দুনিয়া দুভাগ করা চেনা অচেনায়
হাজারো কাজে আছে হাজারো মানা
নিষেধের বাধায় সাধা কেবল না না না
সবাই জানে কথা শোনে যৌবন শুধু শোনেনা
সে তো ডরতে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
Random Lyrics
- dr punnu singh wasu - moola mantra lyrics
- latino hits orchestra - soy lo peor lyrics
- dream english - twinkle, twinkle, little star lyrics
- javier maldonado - no hay nada imposible lyrics
- adrian perticone - historia de un amor lyrics
- toshimitsu kumaki - cosmic wanderer (cosmical dub) lyrics
- mohammed rafi - poochh na mujh se lyrics
- sincere - ain't nobody like you lyrics
- the outflow project - the moral mind lyrics
- mzansi strings - bona ho hlahile maru lyrics