sadi mohommad - akash bhora surjo tara lyrics
Loading...
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ।
কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
Random Lyrics
- winter - flower tattoo lyrics
- jean leloup - retour à la maison lyrics
- bolth feat. sonata - like a bird lyrics
- swizz beatz - it's not a game* lyrics
- melan - en cabine pt. 2 lyrics
- justin prime feat. we are loud! - drowning (anr114) lyrics
- justine skye - girlfriend lyrics
- dbuk - immaculately warded children lyrics
- dolly parton - kiss it (and make it all better) lyrics
- angelo kelly - singapore to london lyrics