
sahana bajpaie - aaji jhorer raate tomar lyrics
Loading...
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
আকাশ কাঁদে হতাশ#সম
নাই যে ঘুম নয়নে মম
আকাশ কাঁদে হতাশ#সম
নাই যে ঘুম নয়নে মম
দুয়ার খুলি হে প্রিয়তম
চাই যে বারেবার
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায়, ভাবি তাই
বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায়, ভাবি তাই
সুদূর কোন নদীর পাড়ে
গহন কোন বনের ধারে
সুদূর কোন নদীর পাড়ে
গহন কোন বনের ধারে
গভীর কোন অন্ধকারে হতেছো তুমি পাড়
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
Random Lyrics
- vince - notturno lyrics
- emmy curl - nobody else but you lyrics
- enzo jannacci - gheru-gheru lyrics
- roy rutto - intro: best citizens lyrics
- valerie - love it & do it lyrics
- column (band) - i lyrics
- brandy clark - the past is the past lyrics
- 24k (swe) - suge knight lyrics
- ehret - sew lyrics
- essem - insecurities lyrics