sahana bajpaie - ami apar hoye lyrics
[chorus]
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[verse 1]
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
ও আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[verse 2]
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
ও আমি নাম শুনেছি পতিত পাবন
আমি নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[verse 3]
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
ও ফকির লালন বলে
ও ফকির লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়?
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[outro]
পাড়ে লয়ে যাও আমায়
Random Lyrics
- sara lins - grito aflito lyrics
- jahnathan nerette - party lyrics
- noori - manwa re lyrics
- qlas & blacka - online/offline lyrics
- stand up and say no - daily reminders lyrics
- chris yonge - blue lyrics
- brice turner - elysion lyrics
- billieshotme - star baby lyrics
- el coleta - las kinkis son guerreras lyrics
- pj morton - let go (acoustic version) lyrics