sahana bajpaie - ektai porichoy lyrics
আজকাল আমি প্রায়
সারা সকাল প্যারালাইজড
হয়ে বোতল আধঘুমের ভেতর
চোখ খুলি, চোখ বুজি
এই টেবিলেই তোকে খুঁজি
দেখি ছায়ার মতো মুখ কত শত
আজকাল আমি প্রায়
সারা সকাল প্যারালাইজড
হয়ে বোতল আধঘুমের ভেতর
চোখ খুলি, চোখ বুজি
এই টেবিলেই তোকে খুঁজি
দেখি ছায়ার মতো মুখ কত শত
এ শরীরে একদম রক্ত নেই আমার
এ শরীরে একদম রক্ত নেই
তোর আমার একটাই পরিচয়
দু’জনেরই কাঁচা অভিনয়
দু’জনের শব্দের অপচয়
তোর আমার একটাই পরিচয়
দু’জনেরই ধরা পড়ার ভয়
দু’জনের ভুলে ধুলোময়
কিছু বিশাল কালো রাত
আমি মেঝেতেই কুপোকাত
হয়ে পাখার মতো চক্রাকারে ঘুরি
তোর কাপড় মেলার দিন
আজ শূন্য রেলিং
আমি পাথর হয়ে যাই পুরোপুরি
এ শরীরে একদম রক্ত নেই আমার
এ শরীরে একদম রক্ত নেই
তোর আমার একটাই পরিচয়
দু’জনেরই কাঁচা অভিনয়
দু’জনের শব্দের অপচয়
তোর আমার একটাই পরিচয়
দু’জনেরই ধরা পড়ার ভয়
দু’জনের ভুলে ধুলোময়
আজকাল আমি প্রায়
সারা সকাল প্যারালাইজড
হয়ে বোতল আধঘুমের ভেতর
Random Lyrics
- a.b.1.2. - i ain't gonna change lyrics
- amadeus - don't tell (не говори) lyrics
- lil noflo - 100k lyrics
- 6th$ithlord - i cannot win lyrics
- rekha bhardwaj - judaai lyrics
- адлин (adlinrussia) - bipolar disorder intro lyrics
- sadie nencini - morning lyrics
- dusty buddha child - strange love lyrics
- marti urdiroz - andan tirando beef lyrics
- sina (italia) - sportlife lyrics