sahana bajpaie - emon manob samaj lyrics
[chorus]
যেদিন হিন্দু, মুসলমান
যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান
জাতি#গোত্র নাহি রবে
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[verse 1]
শুনায়ে লোভের বুলি
শুনায়ে লোভের বুলি
নেবে না কেউ কাঁধের ঝুলি
ইতর আতরাফ বলি
ইতর আতরাফ বলি
দূরে ঠেলে নাহি দেবে
[refrain]
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[verse 2]
আমির#ফকির হয়ে একঠাই
আমির#ফকির হয়ে একঠাই
সবার পাওনা পাবে সবাই
আশরাফ বলিয়া রে হায়
আশরাফ বলিয়া রে হায়
ভবে কেহ নাহি পাবে
[refrain]
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[verse 3]
ধর্ম, কুল, গোত্র, জাতির
ধর্ম, কুল, গোত্র, জাতির
তুলবে না গো কেহ জিগির
কেঁদে বলে লালন ফকির
কেঁদে বলে লালন ফকির
কে মোরে দেখায়ে দেবে?
[refrain]
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[chorus]
যেদিন হিন্দু, মুসলমান
যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান
জাতি#গোত্র নাহি রবে
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
Random Lyrics
- kidnfinity - fr33dom lyrics
- desert bloom - man lyrics
- benji marcos - quiero volver lyrics
- big heath - role models lyrics
- suly - most wanted lyrics
- norges spesialstyrke - the bois 2020 lyrics
- gd jay - gone lyrics
- tiger lilly - not alone lyrics
- scarlxrd - sick with regret. lyrics
- denizks - hero - hero lyrics