sahana bajpaie - eto din jey boshey chilem lyrics
Loading...
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়
এ কী গো বিস্ময়
অবাক আমি তরুণ গলার গান শুনে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী
তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়
এ কী গো বিস্ময়
অস্ত্র তোমার গোপন রাখ কোন তূণে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
Random Lyrics
- atothevee - hyperbolic time chamber lyrics
- il tre 3 - il cassetto mio lyrics
- the walker - it's not (her eyes) lyrics
- god dethroned - satan spawn lyrics
- dudi x bebe - #spróbujsam lyrics
- kat edwards - don't call me lyrics
- vso - crash test lyrics
- jozie_ramone - leave lyrics
- harrygotnext - ready2shoot lyrics
- rachel efron - too soon lyrics