sahana bajpaie - jakhan esechile andhokare lyrics
Loading...
যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে
চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
প্রাণে তোমার পরশখানি বেজেছিল গানের তারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
তুমি গেলে যখন একলা চলে
চাঁদ উঠেছে রাতের কোলে
চাঁদ উঠেছে
তুমি গেলে যখন
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে
চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে
Random Lyrics
- tentional - getting over it/lying to myself/frustration lyrics
- bardo terrorista - big beng lyrics
- charli xcx - one two bamboo (demo) lyrics
- bright campa - changes lyrics
- kika boom feat. danny bond - loka de pinga lyrics
- bedroom - two lyrics
- jordaan mason - lullaby for the boy in new york city lyrics
- man-go (mango) - paviršius širdies lyrics
- sangri - looking for a vibe lyrics
- oslo ibrahim - dance the night away lyrics