sahana bajpaie - ki gabo aami ki shonabo lyrics
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃতনামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কেমনে বর্ণিব তোমার রচনা
কেমনে রটিব তোমার করুণা
কেমনে বর্ণিব তোমার রচনা
কেমনে রটিব তোমার করুণা
কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে
অসীম আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল
অসীম আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল
তোমার অমৃতসাগর#মাঝারে ভাসিছে অবিরামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
Random Lyrics
- mort rose - la femme flamme lyrics
- beat service - so you win again lyrics
- somme - i lyrics
- nosgov - second chance lyrics
- tyfo - mniszek lyrics
- those guys - what's in a name lyrics
- shanti dope - normalan lyrics
- die wilde jagd - sankt damin lyrics
- quadeca - glancing* lyrics
- gurmit singh - wash yo hands lyrics