sahana bajpaie - ki gabo aami ki shonabo lyrics
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃতনামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কেমনে বর্ণিব তোমার রচনা
কেমনে রটিব তোমার করুণা
কেমনে বর্ণিব তোমার রচনা
কেমনে রটিব তোমার করুণা
কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে
অসীম আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল
অসীম আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল
তোমার অমৃতসাগর#মাঝারে ভাসিছে অবিরামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
Random Lyrics
- ghez - sunglasses lyrics
- c. tangana - la conquista lyrics
- when forever ends - return to your rest lyrics
- runaway brother - my friends lyrics
- freeco - whatever she want lyrics
- score|swayze - pretty boy blanka (ft. kay l.a.) lyrics
- chily - marijuana lyrics
- os azeitonas - um tanto ou quanto atarantado lyrics
- gi beluca - healing lyrics
- karaś/rogucki - la petite mort lyrics