
sahana bajpaie - kon puraaton praaner taaney lyrics
Loading...
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব#বাতাসে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব#বাতাসে
মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ#গানে
গানে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
অঙ্গে সে মোর দেয় দোলা যে
অঙ্গে সে মোর দেয় দোলা যে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
আজ এই মেঘের শ্যামল মায়ায়
সেই বাণী মোর সুরে আনে
আনে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
Random Lyrics
- dana falconberry - the dogs lyrics
- young god - water lyrics
- t1mon - track 1 (dubstep remix) lyrics
- enzo jannacci - gippo gippo lyrics
- karin girlbert - 6129 lyrics
- dr. mc pusz - utopia lyrics
- mihali - stubborn smile lyrics
- bardo terrorista - alerta lyrics
- jordaan mason - two open arms lyrics
- connie talbot - invisible tears lyrics