sahana bajpaie - kotobaro bhebechinu lyrics
Loading...
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকি–
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।
Random Lyrics
- jens hult - gode bror lyrics
- kasun kalhara - sanda mithuri lyrics
- diamond eyes - u & i lyrics
- julia nunes - make out lyrics
- julia nunes - cool thanks lyrics
- darius paulk - strong name lyrics
- javad moghadam - karbala khoname lyrics
- mariana aydar - dedo duro lyrics
- egan - zeren maite zaitut lyrics
- fernandinho - luz do mundo lyrics