sahana bajpaie - mor bhabonaarey lyrics
[chorus]
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
[verse 1]
তাহারে দেখি না যে দেখি না
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
তাহারে দেখি না যে দেখি না
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি
[refrain]
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
[verse 2]
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলোকেশ আকাশে
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলোকেশ আকাশে
সে যে মন মোর দিল আকুলি
সে যে মন মোর দিল আকুলি
জল#ভেজা কেতকীর দূর সুবাসে
[refrain]
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
[chorus]
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
Random Lyrics
- skaynx - aorta lyrics
- sheperd - body n emotion lyrics
- grifon feat. hidra - çıkmaz lyrics
- god dethroned - illuminati lyrics
- the weeknd - xo (original) lyrics
- 1800yassine - zu spät lyrics
- el artefuckto - a ritmo de nasho lyrics
- kabiri - nästa nivå (final audition) lyrics
- football, etc. - first down lyrics
- ian ridenhour - exoskeleton lyrics