sahana bajpaie - oi je jhorer megher lyrics
Loading...
ওই#যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই#যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই#যে ঝড়ের মেঘের…
ওরই গানের তালে তালে, আমে, জামে, শিরীষ শালে
নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে
কল্লোলে, কল্লোলে
ওই#যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই#যে ঝড়ের মেঘের…
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথি মোর যায় যে ডেকে?
একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে
তোলে, তোলে
ওই#যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই#যে ঝড়ের মেঘের…
Random Lyrics
- (k)now_name (jp) - strange meat pie lyrics
- young darhi - fama remix lyrics
- kbubs - strangers lyrics
- autohive square - some advantages of auto car parking lifts lyrics
- aloïse sauvage - toute la vie lyrics
- piruka - chora agora lyrics
- jkt48 - rok bergoyang (skirt, hirari) lyrics
- jorrdee - après lyrics
- peter cookson - it's all right with me lyrics
- miss montreal - zonder jou lyrics