sahana bajpaie - tomarei koriachi jiboner dhrubotara lyrics
Loading...
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
যেথা আমি যাই নাকো, তুমি প্রকাশিত থাকো
যেথা আমি যাই নাকো, তুমি প্রকাশিত থাকো
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল#কিনারা
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল#কিনারা
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
Random Lyrics
- nive nielsen & the deer children - human lyrics
- paul baloche - for the king lyrics
- tiny meat gang (tmg) - super xan lyrics
- the static wake - alive lyrics
- the zheroes - if there's nothing left, we'll go right lyrics
- david vieira asevedo - escaping the pirates lyrics
- vuk mob - ide gas lyrics
- harout pamboukjian - sirum em qez (love you) lyrics
- encore (band) - now it's you (feat. yourboyyoungz) lyrics
- shaybo - anger lyrics