sahana bajpaie - tomay gaan shonabo lyrics
Loading...
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম#ভাঙানিয়া
তোমায় গান শোনাবো
চমক দিয়ে তাই তো ডাকো
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
এলো আঁধার ঘিরে
পাখি এলো নীড়ে
তরী এলো তীরে
এলো আঁধার ঘিরে
পাখি এলো নীড়ে
তরী এলো তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
Random Lyrics
- daniel luna (swe) - nästa nivå (final audition) - daniel luna lyrics
- mary j. blige - rockin' around the christmas tree lyrics
- sky d - pull up lyrics
- dimarco cowboy - ilusão de amor (ilusion dell amor) lyrics
- benyamin (ben) - dom lyrics
- ayers graye - spanglish lyrics
- emmv - empty lyrics
- 404vincent - still breathing lyrics
- ゆくえしれずつれづれ (not secured, loose ends) - 六落叫 (six fall roar) lyrics
- the call - flesh and steel lyrics