sahana bajpaie - tomra ja bolo tai balo lyrics
[chorus]
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[verse 1]
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[verse 2]
এই পাগল হাওয়া
কী গান গাওয়া
পাগল হাওয়া
কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল
আজি সুনীল গগনে
[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[verse 3]
সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে
সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে
[bridge]
ওই আকাশ ছাওয়া
কাহার চাওয়া
আকাশ ছাওয়া
কাহার চাওয়া
এমন ক’রে লাগে
আজি আমার নয়নে
[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[outro]
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
Random Lyrics
- billieshotme - star baby lyrics
- el coleta - las kinkis son guerreras lyrics
- pj morton - let go (acoustic version) lyrics
- the0mx - distress lyrics
- joe trufant - rosé lyrics
- fiitu - deixa eu $er teu anjo lyrics
- big phony - i need to be alone lyrics
- ike o'sign - wrath lyrics
- maude audet - leur arsenal lyrics
- isaac dunbar - death by chocolate lyrics