![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
sajjad kabir & elita karim - beyara (new bangla song)) lyrics
যদি রাজপ্রাসাদেও মনে পড়ে যায়
আমার কুড়েঘর
যদি ঝর্না ধারায় চোখে ভেসে ওঠে
আমার চোখের জল
যদি কফির মগে ইচ্ছে করে খেতে
আমার হাতের চা
যদি স্বন্ধ্যে হলে কানে বেজে ওঠে
আমার মিসকলটা
জানো কি সুখ যায়না কেনা
চাইলে মন যায়না বেচা
এই শরীর খাচার মন পাখিটা
বরই বেয়ারা
এই শরীর খাচার মন পাখিটা
বরই বেয়ারা
যদি মনে নাই বা থাকে
শরতের সেই দিন
যদি মনে নাই বা রাখো
তোমার আমার ঋন
কোন পিছলে রোদের দিনে
কোন শ্যাওলা জমা পথে
কোন পিছলে রোদের দিনে
কোন শ্যাওলা জমা পথে
যদি যাও হারিয়ে
কোন গভীর দীর্ঘশ্বাসে
যদি হোচট খেলেই মনে পরে যায়
আমার বাড়ানো হাত
যদি অনেক সুরে কানে বেজে ওঠে
আমার বেসুরো গান
যদি মন খারাপে ইচ্ছে করে
খুজে নিতে আমার কাধ
যদি ভয়ের মাঝে মনে পরে যায়
আমার দেয়া সাহস
জানোকি সুখ যায়না কেনা
চাইলে মন যায়না বেচা
এই শরীর খাচার মন পাখিটা
বড়ই বেয়ারা
এই শরীর খাচার মন পাখিটা
বড়ই বেয়ারা।
Random Lyrics
- beverly - tomorrow lyrics
- kidz bop kids - malibu lyrics
- faime - promises lyrics
- mitski - old friend lyrics
- melis kar - yatıya lyrics
- sylar - all or nothing lyrics
- mitski - me and my husband lyrics
- fresh beat band - holiday lyrics
- 논두렁 밭두렁 - 다락방 lyrics
- teddy pendergrass - don't leave me out along the road lyrics