sallok feat. james - ek mukhi rasta lyrics
Loading...
বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
(যোগ করেছেনঃ পাপন)
হেসে উঠি হো হো হো
দুঃখেও কাঁদি না
হায়রে অবুঝ নিয়ম
বুঝেও বুঝলি না।
গেয়ে উঠি মন টানে
মনও জানে না
হায়রে অবুঝ এ মন
চিনেও চিনলি না।
এই পথ যাবে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
(যোগ করেছেনঃ পাপন)
ধন্যবাদ।।।।
Random Lyrics
- jbj (korea) - fantasy lyrics
- apathy feat. o.c. - covey leader to raven lyrics
- people without shoes - green shoelaces lyrics
- hoff dylan - 愛しあって世界は回る lyrics
- demi lovato - stars lyrics
- dos personas - buscando vida lyrics
- topi mandela - greatness lyrics
- dj fjay - ao vivo lyrics
- the spouse - kelam malam lyrics
- power quest - starlight city lyrics