savvy - tumi nei lyrics
Loading...
রাত জাগা দুটো চোখ
চার দেয়াল, শূন্য এ ঘর
ধূলো মাখা, শেষ চিঠি
শুকনো ফুল, রঙ যেত সব
ভিজে ভিজে চোখ খোঁজে তোমায়
মিছি মিছি কেন অভিনয়
খুঁজে খুঁজে যাই স্রিতির পাতাই
মুছে মুছে যায় স্বপ্ন গুলো
এল মেল শুধু ওড়ে ধুলো
পড়ে থাকে শুধূ নিরবতা
তুমি নেই, কাছে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, কাছে তুমি নেই
বোজে না এ মন, ওওও
তুমি নেই, সাথে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, সাথে তুমি নেই
বোজে না এ মন, ওওও
কেন রে জীবন?
ছাই রঙে, অ্যাশট্রে তে
ঠান্ডা হয়, কফির কাপ
গোপোনে কাঁন্দে রাত
তার আজ মন খারাপ
ভিজে ভিজে চোখ খোঁজে তোমায়
মিছি মিছি কেন অভিনয়
খুঁজে খুঁজে যাই স্রিতির পাতাই
মুছে মুছে যায় স্বপ্ন গুলো
এল মেল শুধু ওড়ে ধুলো
পড়ে থাকে শুধূ নিরবতা
তুমি নেই, সাথে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, সাথে তুমি নেই
বোজে না এ মন, ওওও
কেন রে জীবন?
Random Lyrics
- big lean - stamina (remix) lyrics
- abs crew - wahre gesichter lyrics
- eleni tsaligopoulou - to therio lyrics
- nugatory hope - persist lyrics
- kap g - freakin n geekin lyrics
- apocalipse 16 - pensa nisso (falso mc) lyrics
- the goats - ¿do the digs dug? lyrics
- miick molly - major money lyrics
- グリーヴァ - 相剋ノ lyrics
- 2 insan - setulusnya lyrics