sayani - prano bhoriye trisha horiye lyrics
Loading...
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান ॥
আরো আলো আরো আলো
এই নয়নে, প্রভু, ঢালো।
সুরে সুরে বাঁশি পুরে
তুমি আরো আরো আরো দাও তান ॥
আরো বেদনা আরো বেদনা,
প্রভু, দাও মোরে আরো চেতনা।
দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ।
আরো প্রেমে আরো প্রেমে
মোর আমি ডুবে যাক নেমে।
সুধাধারে আপনারে
তুমি আরো আরো আরো করো দান ॥
Random Lyrics
- julie anne san jose - deeper (theme song from "tale of arang") lyrics
- dsp - ek baar lyrics
- j sutta - matador lyrics
- isaacs - the star-spangled banner lyrics
- yg - neighborhoods in the air lyrics
- armand hammer - if he holla lyrics
- tvxq - 동행 (circle) lyrics
- troy ave - keep your bad energy lyrics
- bad bunny - ser bichote lyrics
- lady gaga & bradley cooper - i love you lyrics