sayantani - ei kathati mone rekho lyrics
Loading...
এই কথাটি মনে রেখো,
তোমাদের এই হাসিখেলায়
এই কথাটি মনে রেখো,
তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম
মনে রেখো,
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায় ।
মনে রেখো
এই কথাটি মনে রেখো,
শুকনো ঘাসে শূন্য বলে
আপন-মনে
অনাদরে অবহেলায় গান গেয়েছিলেম
মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায় ॥
এই কথাটি মনে রেখো,
দিনের পথিক মনে রেখো,
আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে ।
দিনের পথিক মনে রেখো,
আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে ।
যখন আমায় ও-পার থেকে গেল ডেকে
ভেসেছিলেম ভাঙা ভেলায় ।
গান গেয়েছিলেম
মনে রেখো,
আমি যে গান গেয়েছিলেম
মনে রেখো,
আমি যে গান গেয়েছিলেম
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায় ॥
মনে রেখো,
এই কথাটি মনে রেখো,
Random Lyrics
- k-slick - lie for me lyrics
- dreamboy - we were friends lyrics
- s. p. balasubrahmanyam - from "malle puvvu" lyrics
- ricca vita - abba dabba lyrics
- cherry glazerr - told you i'd be with the guys lyrics
- @akasalus - although i need lyrics
- eason chan - i do lyrics
- to the grave - hearteater lyrics
- k!dmo - morning sun lyrics
- dej loaf - who am i lyrics