
sayed nafis,pallobi roy - durey (ost from hotath dekha) lyrics
Loading...
[intro]
দূরে যে ছিলে,ভালোই তো ছিলে
প্রেমের চিঠি পুরোনো খামে
আড়ালে রাখি, আমি সামলে দু চোখে
লুকিয়ে রাখা পুরোনো নামে
[pre+chorus]
দেখা হবে, ভাবিনি আগে
[chorus]
দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে
স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে যে
[verse]
দূরে থেকেও ক্ষণিকের কাছে আসা
অবুঝ সময় মুহূর্ত অজানা
আগলে আছি যেটুকু, আছি বেঁচে
বলবো কি করে যেটুকু বলার আছে
[pre+chorus]
দেখা হবে, ভাবিনি আগে
[chorus]
দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে
স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে
দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে
স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে যে
[outro]
হারিয়ে গেছি কবে যে
Random Lyrics
- mangodxwns - diagnosis: despair lyrics
- audrey sherman - beams lyrics
- caleb cruise - hit me where it hurts lyrics
- imdjptrill & dinero mafioso - el secreto de su baile lyrics
- mc lawful - bbno$ vs jschlatt lyrics
- csx42 - what if lyrics
- kittydog - smile of urs :d lyrics
- viccens - ik wil een porsche lyrics
- cashmo - deutschland lyrics
- ashly. - километраж (mileage) lyrics