senseasoul - fake friend lyrics
chorus:
ওরা সব fake friends
ভেবেছিলাম best friends
করে শুধু backstab
পাশে পাইনা কখনো।
ওরা সব fake friends
ভেবেছিলাম fest friends
করে শুধু backstab
পাশে পাইনা কখনো।
verse:
উপরে থাকে
এক ভাল মুখোশ।
deep inside
evil এক কালো মুখোশ।
বিপদে পড়ে
আমার কথা মনে পড়ে।
আমার কলে
কখনও পাইনা পাশে।
আমার কাজে
দোষ ধরে।
আমার উপর
প্রশ্ন তুলে।
হোঁচট খেলে
চেনা যায় আসল নকল।
chorus:
ওরা সব fake friends
ভেবেছিলাম best friends
করে শুধু backstab
পাশে পাইনা কখনো।
ওরা সব fake friends
ভেবেছিলাম best friends
করে শুধু backstab
পাশে পাইনা কখনো।
verse:
কিছু মানুষ থাকে
হ্রদয়ে।
রাখা উচিত নয় তাদের
জীবনে।
তারা শুনতে চাবে না
what you feel
hate করি fake people
you know, whom i’m talking about!
যত কর try
i got my own vibe!
just for a spotlight
এক্সপোজ করবে সব flaw side
কথায় আছে তাই
মূর্খ ফ্রেন্ড থেকে জ্ঞানী শত্রু অনেক ভালো।
chorus:
ওরা সব fake friends
ভেবেছিলাম best friends
করে শুধু backstab
পাশে পাইনা কখনো।
ওরা সব fake friends
ভেবেছিলাম best friends
করে শুধু backstab
পাশে পাইনা কখনো।
Random Lyrics
- eggman (uk) - not bad enough lyrics
- instasamka & лолита (lolita) - на титанике (on the titanic) lyrics
- natural gas (uk) - the right time lyrics
- keusmo - yankee story lyrics
- sonia liebing - herzvampir lyrics
- kula diamond - please just rape me (or make me rape you) lyrics
- vítor fernandes - bateu a quimica lyrics
- madeline megery - vertigo lyrics
- alan walker, steve aoki & lonely club - spectre 2.0 lyrics
- a.c.e - effortless lyrics