senseasoul - janalay lyrics
Loading...
দিন শেষে
সূর্য ডোবে অবেলায়
আজও পড়ছি
পুরনো চিঠি
স্তব্ধ শহর
থমকে আছে
দেখছি অবাক হয়ে
জানালায়
তবু ঘুম আসে
চোখের পাতায়
স্মৃতির মোহনা
কোথাও যেনো হারায়
যতো সব আবেগ
আজ হয়ে যাক দূর
গাওয়া হোক আবারো
হারিয়ে যাওয়া সুর
আমি শুধু তুচ্ছ হয়ে দূরে থেকে
দেখতে চাই তোমায়
তোমার এ অন্ধজালে মিথ্যে মায়ায় চেয়ে আছি
জানালায়
আমি শুধু তুচ্ছ হয়ে দূরে থেকে
দেখতে চাই তোমায়
তোমার এ অন্ধজালে মিথ্যে মায়ায় চেয়ে আছি
জানালায়
Random Lyrics
- strange philosophies - real bad lyrics
- pls&ty - one more song lyrics
- ear candy (uk) - over you lyrics
- huey "piano" smith - little chickee wah wah lyrics
- ленина пакет (lenina paket) - кузина (kuzina) lyrics
- suen (수엔) - my prada lyrics
- jonathan michael fleming - yogi bear is dead lyrics
- let 3 - glavanovo / malo san maka lyrics
- imalwayseventeen - экзотика (exotic) lyrics
- purson - rocking horse lyrics