senseasoul - janalay lyrics
Loading...
দিন শেষে
সূর্য ডোবে অবেলায়
আজও পড়ছি
পুরনো চিঠি
স্তব্ধ শহর
থমকে আছে
দেখছি অবাক হয়ে
জানালায়
তবু ঘুম আসে
চোখের পাতায়
স্মৃতির মোহনা
কোথাও যেনো হারায়
যতো সব আবেগ
আজ হয়ে যাক দূর
গাওয়া হোক আবারো
হারিয়ে যাওয়া সুর
আমি শুধু তুচ্ছ হয়ে দূরে থেকে
দেখতে চাই তোমায়
তোমার এ অন্ধজালে মিথ্যে মায়ায় চেয়ে আছি
জানালায়
আমি শুধু তুচ্ছ হয়ে দূরে থেকে
দেখতে চাই তোমায়
তোমার এ অন্ধজালে মিথ্যে মায়ায় চেয়ে আছি
জানালায়
Random Lyrics
- ronnie! (eng) - hurt myself lyrics
- big byrdy - 7 colours lyrics
- squap - playo lyrics
- bleed the wicked menace - have you ever worshipped the devil? lyrics
- darzack - correr como flash lyrics
- khaid - no time lyrics
- club shot - tausender (pastiche/remix/mashup) lyrics
- boys & noise - die for you lyrics
- stigma n’ xquze (grc) - πάντρεμα (pantrema) lyrics
- alarie - the motive lyrics