
shahid & shuvomita - ek jibone eto prem lyrics
[intro]
তুমি আমি কাছাকাছি আছি বলে
এ জীবন হয়েছে মধুময়
যদি তুমি দূরে কভু যাও চলে
শুধু মরণ হবে, আর কিছু নয়
[chorus]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
[verse 1]
তোমারই পরশে ভালোবাসা আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই
তোমারই পরশে ভালোবাসা আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই
[chorus]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
[verse 2 / bridge]
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু’জনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারা জীবন বাঁচতে চাই
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু’জনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারাটা জীবন বাঁচতে চাই
[outro]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
Random Lyrics
- luke worthylake - paramol (remix) lyrics
- the rifftones - (he's a) star raider lyrics
- crave worship, nikki brazas & bella brazas - mercy crowns me - at sunset lyrics
- jssr - gats lyrics
- leyton - linoleum floors lyrics
- rui veloso - do meu vagar lyrics
- yute - then came the fire lyrics
- idaho - get you back lyrics
- первокурсник (pervokursnik) - спутник (satellite) lyrics
- the rifftones - summer shorts beach party! lyrics