
shahjahan munshi - jaat gelo lyrics
Loading...
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবে যাবার কালে
সে কথা ভেবে বলো না
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলেই সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
সে ঘোরও তো গেল না
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
Random Lyrics
- travis scott & quavo - how u feel lyrics
- wendy & lisa - you and i lyrics
- nusrat fateh ali khan - shikwa lyrics
- cem adrian - dumanlı dumanlı lyrics
- matt winson - c.a.l.m. lyrics
- travis scott & quavo - huncho jack lyrics
- bing crosby - if i had you lyrics
- moji shortbabaa - kuzitoka lyrics
- neffex - greatest lyrics
- xcerts - feels like falling in love lyrics