![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
shaila rahman - priyo baba lyrics
Loading...
এখন আমি হাঁটতে পারি অনেকটা পথ
সইতে পারি, অনেক কিছু,
শীত, গ্রীষ্ম, রাত।
তোমার মত করে কেউ তো হবেনা,
আমার বটের ছায়া
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
tune.
মনে পড়ে কষ্ট পেলে
চোখের জল মুছে দিতে
এখন আমি কাঁদি একা
তুমি ঘুমাও কেন মাটিতে
ডাকছি তোমায় আকুল হয়ে
তবু কেন বাবা তুমি চুপ।
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
এখন তো সাঁঝের আলো,
চেয়ে থাকি পথ পানে।
যদি তুমি আসো ফিরে
আমার শখের পুতুল কিনে
কত কথা আছে বলার
শুনবে নাকি বাবা একটুকু
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
এখন আমি হাঁটতে পারি অনেকটা পথ
সইতে পারি, অনেক কিছু,
শীত, গ্রীষ্ম, রাত।
তোমার মত করে কেউ তো হবেনা,
আমার বটের ছায়া
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
Random Lyrics
- mick jenkins - sunkissed lyrics
- amir farjam - kharej az shookhi lyrics
- kush & zion.t feat. mino - machine gun lyrics
- tammy wynette - i don’t want to play house lyrics
- zion.t - knock lyrics
- shuicide holla - hit dem folks lyrics
- themind - come home lyrics
- benny mao - indebted lyrics
- richter - fick dich 2 lyrics
- virginia rocha - cariã±ito campesino lyrics