shamik pal & debadrito chattopadhyay - akash bhora surjo tara lyrics
Loading...
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ।
কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
Random Lyrics
- netfastcore - the wrong hand lyrics
- emzy94 - two lyrics
- andrew lippa - closer to her lyrics
- beach moon/peach moon - firefly stars lyrics
- abra - bounty lyrics
- se va el camello - banquete y carcajadas lyrics
- the matter - déjá vu lyrics
- انس كريم - ضميني lyrics
- newfane - i recognize lyrics
- lin-manuel miranda - valley forge - demo lyrics