shapla salique - ami opar lyrics
Loading...
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়।
নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিত পাবন তাইতে দেই দোহাই ||
পারে লয়ে যাও আমায়…
আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিলো পাটে
আমি তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়||
পারে লয়ে যাও আমায়…
অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি
ফকির লালন কয় অকুলের পতি কে বলবে তোমায়
পারে লয়ে যাও আমায়…!
Random Lyrics
- lloyd - thank's to you lyrics
- various artist laskar pelangi - jari jari cantik lyrics
- us the duo - rather be with you lyrics
- ephelant & time - how to sew wounds with words lyrics
- apollo stripes - aqua succubus lyrics
- jr feat. 阿喜 - 你的擁抱 lyrics
- きのこ帝国 - クライベイビー lyrics
- the girl and the dreamcatcher - my way lyrics
- dua lipa - want to lyrics
- ruth mixter - cuando dios estã¡ por mã lyrics