sharika warda - odds of love (the raspberry remix) lyrics
Loading...
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়
শিখে নিয়েছি
বাঁচতে একা
ভালোবেসে তোমায়
যদি ভালোবাসতে আমায়
স্বপ্ন দেখি নিয়ে তোমায়
ওই সুদূরে আবছা তুমি
ডাকছো নামটা ধরে আমার
তবু ভাবছে মন
তুমি ছিলে না
কখনো যে আমার
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়
শিখে নিয়েছি
বাঁচতে একা
ভালোবেসে তোমায়
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়…
Random Lyrics
- loser company - stereo hysteria lyrics
- thatkidryn - three am lyrics
- paolo picutti - holly e benji due fuoriclasse lyrics
- jawbreaker juice - home depot lyrics
- sleater-kinney - method lyrics
- da’cleevlindian - taking no losses lyrics
- yung sku33z3 - gone lyrics
- todd dulaney - come a little closer (live) lyrics
- esin engin - halit kıvanç sunar (intro speech) lyrics
- abigail miller - home of my heart lyrics