
shawon gaanwala - ecche manush lyrics
Loading...
কি যেন হয়ে গেলো আমার অন্তরে
বাড়ছো তিলে তিলে মনের অগোচরে
এভাবে দিন যায় কত দিন আসে
মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে।
ভীষণ খরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
আমার পরাণ যাহা চায়, তুমি তাই
এ গান শুধু তোমার জন্য গাওয়া যায়
ভালোবেসে আলগোছে আঙ্গুলের ছোঁয়ায়
লিখে দিলাম আমার নিজেকে পুরোটাই
ভালো থাকার মানে আমি খুঁজে পাই
স্নেহমাখা ঐ দৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
ভীষণ খরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
Random Lyrics
- grupo génesis - mi colegiala lyrics
- sunny ozuna - put me in jail lyrics
- 96猫 - 夜明けと蛍 lyrics
- darkviktory - monster lyrics
- ozani feat. kite - dark sky lyrics
- gramso - keynote lyrics
- airbäg - sonidos criminales lyrics
- carly pearce - every little thing lyrics
- laboum - 아로아로 lyrics
- breaking kebabs - wasted lyrics