shayan chowdhury arnob - tui ki janish na lyrics
তুই কি জানিসনা
তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোঁটে
শিশির হয়ে জোটে
জানিস না কি তুই
ঠিক যখনই ছুঁই
তোর চোখের পাতা চুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল
তুই কি জানিসনা
তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোঁটে
শিশির হয়ে জোটে
জানিস না কি তুই
ঠিক যখনই ছুঁই
তোর চোখের পাতা চুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মন শুধু করে খাঁ খাঁ
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মন শুধু করে খাঁ খা
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মন শুধু করে খাঁ খা
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাঁদে, হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত
বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাত
বিচ্ছিরি লাগে তিন
তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত
বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাত
বিচ্ছিরি লাগে
বিচ্ছিরি লাগে তিন
তবু তুই রয়েছিস বলে
তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে
তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে
দোলে
তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই
তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি
তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই
তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি
সুরে দূর থেকে ডাকে, মেঠো রাস্তার বাঁকে
তুই রয়েছিস তাই, ওদের সাথে যাই
তুই কি জানিসনা
তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোঁটে
(শিশির হয়ে জোটে
(তুই কি জানিসনা)
(তুই কি জানিসনা)
(তুই কি জানিসনা)
জানিস না কি তুই
ঠিক যখনই ছুঁই
তোর চোখের পাতা চুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল
তুই কি জানিসনা
তোর জন্য কান্না
(তোর জন্য কান্না)
(তোর জন্য কান্না)
(তোর জন্য কান্না)
জানিস না কি তুই
ঠিক যখনই ছুঁই
(ঠিক যখনই ছুঁই)
(ঠিক যখনই ছুঁই)
(ঠিক যখনই ছুঁই)
(ঠিক যখনই ছুঁই)
Random Lyrics
- backworld - ashes to diamonds lyrics
- lil peep - lil angel (demo) lyrics
- r3hab - my pony ( lyrics
- gardenguyz1026 - sow what? lyrics
- alisa childers - pray for me lyrics
- gangrene - due work lyrics
- icherishuale - no way lyrics
- cher - you take it all (2024 remaster) lyrics
- josh msk - vœux lyrics
- holiday ghosts - i'm still here lyrics