
shezan & hannan - kashundi lyrics
[verse 1: hannan]
যায়া বান+দা লয়া আয় ফটকারে চোরে চালে caught খায়রে
তর flow তো লাগে খটকারে, কানের ভিত্তে ভরুম সলতারে
আমগো ছবি বড়ো ভাইস্তা তগো ডা শেষ shortcut+এ
কারে বিচ্চাস ফোনে কীরে তরটা+অরটা এক খাডে
খুইল্লা দিলে সব চাডে, board এ k!llaz top chart+এ
হাতে মারুম কী তুই শেষ আগেই বারের torture+এ
kulture দেহি দরজার তে পাঞ্জা নাইগা কব্জারতে
scene+এর discuss আমরা করুম তগো কইবো off যাইতে
পাই নাই আমরা সব চাইতে, চাইনা বেডা সব খাইতে
মাইনষে জিগায় দিনে ঘুমান? করেন ডা কী তয় রাইতে?
তর curry রান্ধি কড়াইতে, সাতটায় আহুম পড়াইতে
পইড়া গেলে উইঠা খারাম time লাগবো না দৌড়াইতে
শহর তেনে বন্দরে আহিস উৎসবে না অয় বন্ধনে
আকাম কইরা দেশের ভিত্তে shelter খুঁজে london+এ
পায়ের তলের মাটি শক্ত দুনো ভায়ের কদমের
quantity না quality ল বাবাজি নাম চোদোনের
[verse 2: shezan]
আমরা running মাল তুই upcoming
পড়তে বয় তর বাপ coming
কোনডা মাখন কোনডা ডালডা চিন
দেইখা একের মালডা কিন
উই অহনও on test আবার করতে আইসে contest
গানে পাল্লা দিসোত জম্পেশ খালি জ্ঞানের দিকদাই কম+বেশ
বাজান আফসোস করলি যতক্ষণ
ক দি মাওলা চাইলে কতক্ষণ?
অতি চাডোন চোরের লক্ষণ, ওই তুই বাইত্তে বাইরা অক্ষন
অরা স্বার্থ রাহে পত্থম, ডাইলে বইয়া ডাইলই কর্তন
তর ফলই কইরা ভক্ষণ, দিবো ল্যাওড়া কইবো লটকন
ময়না ভাতার থুইয়া লাঙ্গের খবর কামের কথা হুনতি না
দিনরাইত হইলো আমাবস্যা স্বপ্নে দেহে পুর্ণিমা
তর কান দেওয়ার দরকার কী? ভাই তর কাম তুইওই যা কইরা
আসল জিনিস না কইরা, বাকি জীবন থাকিস হা কইরা
বাবা আজগর এক কাজ কর যা খাতা কলম ভাজ কর
আমরাই এনো গুরুমশাই আমরাই হেডমাস্টর
পয়লা সাত, আষ্ট পাস কর, হেশে নয় দশের ক্লাস কর
নাইলে মাইক থুইয়া লাঙ্গল ধর, বাইগুন মুলার চাষ কর
[verse 3: shezan]
bill গরম, big shirt
দিল নরম d+ck hard
কইলজা কত? বিশ আত
তর আব্বা লাগি রিশতাত
তুই circus আমরা জংলি বাঘ, তর ভঙ্গী রাখ, জলদী ভাগ
কামে থাকে সবদিক হাত, জুতা সেলাই থেইকা চন্ডিপাঠ
ভাঙ্গা rap দে ঠিক করি, বাংলা rap এর মিস্তরি
হাতে লেহা history, হান্নান beef আন আমি piece করি
বারোঘাটের mixture মাল, তর teacher, রাহি না feature+এও
ধোরের ভিত্তে চাপ দা ধরমু লাভ হইতো না বিচারেও
rap+এ আসক্তি, আসলডি, এইডা আসল ঘি, লগে বাসন্তি
আমরা এক এর মাল তুই মালুন্চি, ঝাঁজ বেশি দেশি কাসুন্দি
ভিতর জ্বলে তর ক দি কারণ কী? ফুঁ দিলে জ্বলে আগুন নি?
মিছা ভুরকি চলে না সখী
মাঠে খেলবি ল তাইলে আয় লক্ষ্মী
[chorus: shezan]
k!llaz in the building, it’s a dirty sh+t man
k!llaz in the building, it’s a dirty sh+t man
k!llaz in the building, it’s a dirty sh+t man
k!llaz in the building, it’s a dirty sh+t man
k!llaz in the building, it’s a dirty sh+t man
k!llaz in the building, it’s a dirty sh+t man
k!llaz in the building, it’s a dirty sh+t man
Random Lyrics
- leadley - love for the last time lyrics
- gov't mule - same as it ever was lyrics
- far caspian - pet architect lyrics
- iceberg - present lyrics
- legends of runeterra, brain tan & league of legends - shine on lyrics
- sartaqari - recently | تازگیا | tazegiya lyrics
- kanii - 8 lyrics
- don ho - the following sea lyrics
- dwandonly - childhood blues... lyrics
- koroleva koshmarov - новая сборка lyrics