shezan - baap mode lyrics
[chorus: shezan]
বাপ mode, ধেন্দা আইসে যেন্দা ধইরা হেন্দা upload
আর এই দেশো ঘোপের থিকা বেশি সাপ+খোপ
বাজান এইদিক আইলে কথা কবি বুইঝা মাপঝোপ
বাপ mode, বাপ mode, বা+বা, বাপ mode
বাপ mode, ধেন্দা আইসে যেন্দা ধইরা হেন্দা upload
চয়+চোট্টা লয়া পাড়ায় বইয়া ঘারাই এক চোট
আর যত আছে পয়+পাকনার নাতি প্যাতখোর
পাতি নেতা, ছেচ্ছর, ধইরা ধইরা ঘ্যাচ্ছোত!
[verse 1: nizam rabby]
বাংলার বাঘ
ক সোডা হাত থাকতে মুখে কী?
আর বাপ থাকতে পুতে কী?
হজম হয় না যেইসব কুত্তার ওডির পেটেই জুটে ঘি
দেশের হোগায় বাঁশের মাথা ট্যাকারই নাই দাম
আর মুতে রাস্তায় খাড়ায়া যেডি তুই অগোর পোলাপান, বুঝিস!
ফালাইলে বাপের আগে বুদ্ধির বদলে দাড়ি জাগে
এই lyrics তারির মতো গিললে মাথা ভারী লাগে
সাপ চিনবি মণি দেইখা কুত্তা চিনবি মনিব দেইখা
ভালো ফুল ফোটাইতে খোঁজ, অভিজ্ঞ মালি লাগে
গঞ্জের তে বালিবাগে নৌকা ভিরাইস বাড়ির পাশে
জালি বেতের বারি খাবি ভুল থাকলে বাড়ির কাজে
আক্কেল দাঁত উঠার আগে হাত দিতের চাস মাড়ির দাঁতে
ঠাণ্ডা হ, চাচ্চু থুইয়া চালু ওরে mirinda দে
এই flow রে tough কস, চোখ না ফুটতেই লাভ+লস
তোরা বাল side mission যেই game+এর আমরা last boss
just cause একলা দৌড়ায়া নিজের মাঠে first হস
তার মানে এই না জিতবি বোকা, ক কারতে class লস?
এইডা বাপ mode, বাপ mode
আর কার উপ্রে তুই মিডাস ভায়া ক তুই কার ক্ষোভ?
তর বিপদ ডাইকা আনিস না দেখ লাফায় বাম চোখ
ভাঙ্গে গিরা+গাট্টি আইন, আমরা scene+এর বামজোট, বানচোদ, শোন!
কলমতে লেখা কথা ধার ধারে না কলঙ্কের
solid verse এইডি হুইনা হোগা জ্বললে মলম দে
হোপ! বেডা ক নরম কে? হাত চাপায়া চরণতে
study কইরা freestyle আমার পরের তর verse গরম দে
ভুইলা গেসোস যহনতে rap করতাম তুই তহন কে?
off the top কইতাসি সব direct উপরমহলতে
সাপ পুষলেও লাভ হইতো “বাপ” কইতো তগর তে
দূরে থাকতে পরে মারা খায়া ছিলাম এই জগতে
যা করোস সাধুসঙ্গ ওইহানের সব সাধুই ভণ্ড
পুজা দেস কারে তুই ক? চিনোস নাইকা আসল মণ্ডপ!
verse ঠেকায় global warming আমগো tension রামপাল
ভূতের মুখে রাম নাম, ফুটাই দেইখা ডান+বাম
[chorus: shezan]
বাপ mode, ধেন্দা আইসে যেন্দা ধইরা হেন্দা upload
আর এই দেশো ঘোপের থিকা বেশি সাপ+খোপ
বাজান এইদিক আইলে কথা কবি বুইঝা মাপঝোপ
বাপ mode, বাপ mode, বা+বা, বাপ mode
বাপ mode, ধেন্দা আইসে যেন্দা ধইরা হেন্দা upload
চয়+চোট্টা লয়া পাড়ায় বইয়া ঘারাই এক চোট
আর যত আছে পয়+পাকনার নাতি প্যাতখোর
পাতি নেতা, ছেচ্ছর, ধইরা ধইরা ঘ্যাচ্ছোত!
[verse 2: shezan]
হাটে হাড়ি দেন ভাইঙ্গা, হাতে হারিকেন
ট্যাকা চাইলে ঝারি ভালোবাসা চাইলে বারি দেন
সময় থাকতে নলা ভাগান, নলির উপর চলা লাগান
এরপরে ধইরা কলাবাগান লয়া ডলা লাগান
কই যাস? খারো
খেঁচ করতে কেডা আইবো আগে আয়া লউক
তুই করোস হাওলাত, আমারা যা কই ঐডাই dialogue
আমগো গান running, তুই নিজের গতি কর
ব্যাকটি plastic made পরিবেশের লাইগা ক্ষতিকর (ধুর,ধুর)
আর আমগো রাস্তার গান মুহে তয় উইঠা আই নাই ক্ষেতেরতুনে
ডাইন মাইরা ব্যাকের তুনে record দেইগা mac+এর তুনে
ভাইস্তা আমরা আগের তুনেই home record দিয়া বানাই bomb record
কেডা আছে ফোন দে তোর?
এদিক আয়া এক set ল deck set, তুই date fail কর date check
নশু+ঘেশু ঢুকা নিষেধ আমগো পোলাপান দেয় gate check
আর দেশটা ভরা rapper তয় গঞ্জের কথা কইতে গেলে
akib, shezan, hannan আগে বাকি সবডি serial+এ
যতদিক দিয়াই নাম কামাক আর মাইনষে যতই photo লউক
বড় হইয়া লাভ কী যদি ভিত্তে থাকে ছোটলোক?
যেইডা উপ্রে উঠে যত ঐডা নাইম্মা আহে auto
আমগো নাম ভাঙ্গায়া খাইলো এমন আইলো গেলো কত
থাক কইরা খাইট্যা খাক, যেইডা গেসে ঐডা যাক
এই birthday+মাড্ডে বাদ দে, দোয়া প্রতিদিনই থাক
আমরা খাটনি করি দিন+রাইত তরা দেইখা ভাবোস luck
এরলিগা তর বুঝ তুই রাখ আমার বুঝ আমার কাছেই থাক
আমরা মাথা ফাডাই, মাথা খাডাই, খাইনাই কহনো মাথা বেইচ্চা
কয়ডায় খায় চাপা বেইচ্চা আর কয়ডায় খায় সাফা বেইচ্চা
নাম দিসোস influencer insta+ত গিয়া পাছা বেইচ্চা
এদিকে আইস না ভাইস্তা, ধইরা দিবো মাথা ছেইচ্ছা
[bridge: shezan]
আহ, এডি pop smoke না flop smoke
গেরামের চাস্ত, বিয়া বাইত্তে নাচতো
অহন আইয়া কী কয়? উইয়ে বলে, “b+boy”
মিয়া যদি ঠিক হয় কথা কি আর leak হয়?
তগো যদি “g” কয় আমগো তাইলে কী কয়?
[chorus: shezan]
বাপ mode, ধেন্দা আইসে যেন্দা ধইরা হেন্দা upload
আর এই দেশো ঘোপের থিকা বেশি সাপ+খোপ
বাজান এইদিক আইলে কথা কবি বুইঝা মাপঝোপ
বাপ mode, বাপ mode, বা+বা, বাপ mode
বাপ mode, ধেন্দা আইসে যেন্দা ধইরা হেন্দা upload
চয়+চোট্টা লয়া পাড়ায় বইয়া ঘারাই এক চোট
আর যত আছে পয়+পাকনার নাতি প্যাতখোর
পাতি নেতা, ছেচ্ছর, ধইরা ধইরা ঘ্যাচ্ছোত!
[outro: shezan]
ah, huh, fatality motherf+cker, বা+বা
Random Lyrics
- demxlisher - хруст её костей (the crunch of her bones) lyrics
- shakever - в отражении (v orazhnii) lyrics
- ray g (uga) - ringaaniza lyrics
- arcángel - funeral (masacre a polaco) lyrics
- eskid - can't stop thinking (about you) lyrics
- supanovaaa - blue lyrics
- your heart breaks - the party in the basement lyrics
- yung flex - inthewind lyrics
- delulu - do u remember lyrics
- edge of paradise - outrun the wolves (acoustic) lyrics