![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
shezan - chukka lyrics
[intro]
your’e now tuned into k!llaz kulture
wrongside, the greatest, yeah
ah, yeah, yeah, ah
[verse 1]
তোগোরতে scene করি ছিনতাই
বাডে লইয়া বিন্দাই
খাতির চোদার scene নাই
ভাইস্তা আগের দিন নাই
মাল চোষা মাউরা
লাঠ সাব না লাউড়া
এদিক পোলাপান সব ঘাউরা
ভাতিজ কথা কইলে আউড়া
আমরা sunday থেইকা friday রাহি পাইটু মাইটু side+এ
সুযোগ পাইলে গুজব রটে কান দিস না hype+এ
রাইত+বিরাইতে খুন খারাবি কানে বাজে siren
১৪২১ মাডে, গলা নামায় থুবি, silence!
ওজন আছে কন্ঠর সব জায়গায় control
বড় কথা কস তোগো দি খুঁজতে লাগে লন্ঠন
k!llaz kulture mic+এ খাড়ায় রইসে জম তোর
এক টোক্কা যন্ত্রর মেয়াদ খতম দম তোর
পাগলা শহর নাম বেডা, খবর ল shezan কেডা!
ভাই+ব্রাদারের জান বেডা, নারায়ণগঞ্জের শান বেডা
ডাকদা ধরাই কান বেডা আগদা কথা কইলে
হাইদ্দা ছ্যাঁকা লইলে ভাইগ্না ফোসকা পড়বো শইলে
[chorus]
যা রে উডান খুইট্টা খুদ খা, আমগো পাতের ঝুট্টা
অলিগলির কুত্তা সাপ তুই দুই মুক্ষা
আমগো মুহে bar বাজান তোগো মুহে মুক্ষা
আঙুল চুইয়া ভাও না পাইলে আঙ্গুর লাগে চুক্কা
পল্টিবাজের মুহে উষ্ঠা হিসাব+কিতাব চুক্তা
অতি সতী বান্দির সামনে বাণ্ডিল থুইলেই উক্তা
যার পিসদা ঘুরতা হেয় ধরায় দিসে ফুক্কা
আঙুল চুইয়া ভাও না পাইলে আঙ্গুর লাগে+
[verse 2]
flow so cold তোগো গরমকালেও শীত করে
hip+hop+এর channel disturb থাবড় দিয়াই ঠিক করে
online+এ গ্যাঞ্জাম না পাড়ায় গিয়াই meet করে
wrongside cheatcode, ব্যাক খাতা দেইখা cheat করে
কি করে? একের পর এক piece লই
আর নিচ দা বলে বিষ করে
কেডা কি কস? আমগো ভাই+ব্রাদারে list করে
চোক্ষা+মোক্ষার উস্কানিতে পোলাপাইনও diss করে
আবার জন্মদিনেও wish করে phone দিয়া কয় miss করে
ah, motherf+cking outlawz, wrongside solid
তোরা clout chaser tout সব, out সব
readymade local কুত্তা hotshot
ছুডাই সবডির lock+ছক, ভাগাই যত বকচদ
আর এদিক আমগোর গল্লিতে ইটের জবাব গুল্লিতে
নলির উপ্রে stump আর rod+এর বারি খুল্লিতে
কোন দিকের সুল্লিখোর কারা বলে ফালাফালি মারায় গিয়া
এদিক গিয়া লাড়া দিমু, গাড়াইবো তোর পাড়ায় গিয়া
[chorus]
উডান খুইট্টা খুদ খা, আমগো পাতের ঝুট্টা
অলিগলির কুত্তা সাপ তুই দুই মুক্ষা
আমগো মুহে bar বাজান তোগো মুহে মুক্ষা
আঙুল চুইয়া ভাও না পাইলে আঙ্গুর লাগে চুক্কা
পল্টিবাজের মুহে উষ্ঠা হিসাব+কিতাব চুক্তা
অতি সতী বান্দির সামনে বাণ্ডিল থুইলেই উক্তা
যার পিসদা ঘুরতা হেয় ধরায় দিসে ফুক্কা
আঙুল চুইয়া ভাও না পাইলে আঙ্গুর লাগে চুক্কা
[outro]
ah, yeah, yeah
your’e now tuned into the motherf+cking greatest
k!llaz kulture
yeah
Random Lyrics
- bethlehem - schuld uns'res knöch'rigen faltpferd's lyrics
- manjerov - 14oo lyrics
- a spirit unites - legends lyrics
- ace andrew - pyrotechnics lyrics
- aliimah - like dat lyrics
- peri (ita) - drunk bars 4 lyrics
- james curry - when we fell in love lyrics
- heinäsirkka - tie yöhön lyrics
- олег груз (oleg gruz) & dj puza tgk - плот (the raft) lyrics
- timble - it's from here to better lyrics