shezan - huddai hutashe lyrics
[intro]
yo boy!
[chorus]
ভাইগ্না হুদ্দাই হুতাশে
উইয়ে rapper হইসে হুদ্দাই হুতাশে
হাইদ্দা শিলি লইসে হুদ্দাই হুতাশে
না খাইয়া চাইয়া রইসে হুদ্দাই হুতাশে
আমরা কামে ওরা হুদ্দাই হুতাশে
পইড়া দাপড়ায় পইড়া হুদ্দাই হুতাশে
নিজের গাল থাবড়ায় হুদ্দাই হুতাশে
ভাত থুইয়া দাঁতে কামড়ায় হুদাই হুতাশে
[verse 1]
কিরে যাবি নাকি ক? বন্ধু ন আকারে হ
দিনকাল চলে কেমন? ম আকারে কয়ে খয়ে ন
বহুত কানে কথা কইসোস হপায় গানে কথা ক
সবাই মুহে মুহে পীরসাব আগে হিসাব বুইঝা ল
কইরা দুই পয়সা কামাই যাইয়া সাত পয়সা খামাই
কাউরে উঠবার দেখলে চোক্ষে সয় না টান দা ধইরা নামাই
কষ্ট ছাড়াই কেষ্ট কামাই আর কারে কেমনে বানাই
কয় আগেরতনেই জানাই মশাই খাওয়ার বেলা না নাই
পুরান পুরান করিস না রে, পুরান চাইল ভাতে বাড়ে
কার সুলুম বেঁচোস কারে? কার জিনিস কেডায় লাড়ে?
ভবের ভাও+ই বুঝলাম না রে, মাওলা কোন হিসাবে নিলেন?
হইতে চাইলাম নায়ক ধইরা villain বানায় দিলেন
উইয়ে একটা দিলে তিনডা খাইবো
জুতার মালা পিন্দা যাইবো
কতাত্তি যিন্দা যাইবো
কইলজার ভিত্তে বিন্দা যাইবো
জিনিস+মিনিস গেলাসে
নশু+মশুর bell আছে?
topper আমরা কেলাসে
তুই minus আমরা পেলাসে
[chorus]
হুদ্দাই হুতাশে
উইয়ে rapper হইসে হুদ্দাই হুতাশে
হাইদ্দা শিলি লইসে হুদ্দাই হুতাশে
না খাইয়া চাইয়া রইসে হুদ্দাই হুতাশে
আমরা কামে ওরা হুদ্দাই হুতাশে
পইড়া দাপড়ায় পইড়া হুদ্দাই হুতাশে
নিজের গাল থাবড়ায় হুদ্দাই হুতাশে
ভাত থুইয়া দাঁতে কামড়ায় হুদাই হুতাশে
[verse 2]
হালাল কম খাইলেও পেট চলে হারাম খাইলে পেট জ্বলে
সেয়ান+সেয়ান মিল্লা চলে পিস দা জ্বলে বেক্কলে
চোরের বরণ আলাদা চোদনামি ওই আলাদা
পাগল+পোগল রাস্তাত ক্যা? ঘরে থুইবেন তালা দা
নয় কাঁডাল শিক লইয়া বয়সের আগেই পাইক্কা যায় গা
local গুণ্ডা বাডে পড়লে দাঁতকপাটি লাইগ্যা যায় গা
পয়সা দিয়া brand কিনে ছেসড়াপানা থাইক্কা যায় গা
চাচায় দেয় চিল্লা চাচী চেংড়া পডায় ভাইগ্গা যায় গা
ডুবলি যার পিরিতে ভইরা দিবো free+তে
ঘটনা বুঝবি দেরিতে আর শান্তি খুঁজবি বিড়িতে
মাল না খাইয়াই পিনিকে আলগা ফুডাঙ্গিরিতে
হারা রাস্তা ভালাই আইলি উষ্ঠা খাইলি সিঁড়িতে
ওরে কী সুলুম রে, তোর সুলুম কেমনে ভুলুম রে
হিসাব+কিতাব খুলুম নে, ব্যাক সুদ+আসলে তুলুম নে
মইরা যাইবি খেল কম, এনো ফইরা ফটকার মেল কম
আমগো গানের ভিত্তে তেল কম
আর খাউজ্জাইলে মিলাত টেলকম লাগা
[chorus]
হুদ্দাই হুতাশে
উইয়ে rapper হইসে হুদ্দাই হুতাশে
হাইদ্দা শিলি লইসে হুদ্দাই হুতাশে
না খাইয়া চাইয়া রইসে হুদ্দাই হুতাশে
আমরা কামে ওরা হুদ্দাই হুতাশে
পইড়া দাপড়ায় পইড়া হুদ্দাই হুতাশে
নিজের গাল থাবড়ায় হুদ্দাই হুতাশে
ভাত থুইয়া দাঁতে কামড়ায় হুদাই হুতাশে
[outro]
yo boy!
হুদাই হুতাশে
Random Lyrics
- two dollar daisy - this city lyrics
- stem of a demon - take one (bonus track) lyrics
- cal1kath - wish ghost lyrics
- kha - åmorite lyrics
- johnny hallyday - ma jolie sarah (live rtl, 2011) lyrics
- glengang 030, joey99 & kilian437 - schöne b lyrics
- الشيخ مليك - psologie - fada vex lyrics
- ygn lil juice - back at it lyrics
- kinlaw - drama in the south lyrics
- o jardim - não a nós lyrics