![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
shezan - roghu chokkor lyrics
[intro]
yo boy!
ah+ah
দিন দুনিয়ার মজমার মাঝে
কথায় না থাকি কাজে
তর খালি কলসি বাজে
ভোদাই হুদাই কুতুব হাজে
[verse 1]
বাজান খিস খা, তর জানের risk আর বাড়িস না
দিলে কষ্ট নিস না, এদিক পারা দিস না
যাতা দিলেই বেইক্কা যাইবো shezan+এ ওই চিজ না
লাখের স্বপ্ন দেখতাম, হুইতাম মাডিত পাইতা বিছনা
কেডা কনদা হুল মারতাসে, উল্ডা বুঝে ভুল বাড়তাসে
আমরা চলি পুরা class+এ, durrag বাইন্দা তুরাগ বাসে
ঘাড়তেড়ামি character, ঘরের দরজাত পেরেক মার
ডাইন বামে সব crack মাল, তর জবান সামলা break মার
ভাই+ব্রাদার ব্যাক লগে, সুখে+দুঃখে একলগে
মাসে মাসে track লাগে, কথা হুনলে তোগো ছ্যাঁক লাগে
আমগো গানে কানের তালা খুলে, সুরে দিলের জ্বালা ভুলে
ভালা মাইনষে হাজতবাসী, চোরের গলায় মালা ঝুলে
টয়+টুয়ার লোভে পইড়া
দৌড় দা যাইস না quick কইরা
ডাক দা লইয়া suit কইরা
তরে কাপসি দিবো জুইত কইরা
পকেটে দিবো weed ভইরা
আর নরম পাইলে যাতা দিয়া
কলার ধইরা থাবা দিয়া
মামলা দিবো ‘বাবা’ দিয়া
[chorus]
ঝড়ে ভাঙ্গে ঘর তর, কথার নাই গা লড়চড়
গল্লির ঘুঘু বক্কর, মাল লইয়া রঘু চক্কর
ট্যাকার sound কড়কড়, ওরে যাইবার দিস না, ধর, ধর!
মুহে বহুত ফরফর, তর বুকের ভিত্তে ধড়ফড়
ঝড়ে ভাঙ্গে ঘর তর, কথার নাই গা লড়চড়
গল্লির ঘুঘু বক্কর, মাল লইয়া রঘু চক্কর
ট্যাকার sound কড়কড়, ওরে যাইবার দিস না, ধর, ধর!
মুহে বহুত ফরফর, তর বুকের ভিত্তে ধড়ফড়
[verse 2]
মাইনষের মায়া+দয়া উইঠ্যা গেসে রুহুরতে
ট্যাকার লাইগ্যা জ্যান্তা মানুষ মাইরা হালায় মুহূর্তে
শুরুরতে কাম থুইয়া করসেন পাপ কাম
এলা রাস্তা বুইঝ্যা আউগ্যান
আমার বাপজান কয়
“দেইখ্যা বাজান, মানুষ হইতে সাবধান!”
ভাত মাইরা+ধইরা জুডাস আর কাউয়া+চিলে লুডাস
হেশে হুতাশ কইরা উদাস, কস না, “কোন ক্ষার কই উডাস?”
আমরা দিন+রাইত খাইট্টা খুদ আনি
তারপরও যায় না ফুডানি
কামলার পুতে জমিদার
বোম মাইরাও যায় না উডানি
[pre+chorus]
আকালের মাল হকালে খাস, খাবলায় খুবলায় নেস
আর নিজের কপাল নিজে খায়া খোদারে দোষ দেস
এনো আপন আর পর কী? যে যাইবো যাউকগা তর কী?
একদিন ঘুরতে ঘুরতে ঘুরবো না আর জীবন নামের চরকি
দেখবো না ওই পারের সরকারে কার কত আসে locker+এ
আগে হোক আর পরে হোক জমে টান দিবো সবারে
লইবোই সময় হইলে অইবোই যা আছে যার কপালে
রাইতটা যদি বাইচ্চা থাকি দেহা হইবো সকালে
[chorus]
ঝড়ে ভাঙ্গে ঘর তর, কথার নাই গা লড়চড়
গল্লির ঘুঘু বক্কর, মাল লইয়া রঘু চক্কর
ট্যাকার sound কড়কড়, ওরে যাইবার দিস না, ধর, ধর!
মুহে বহুত ফরফর, তর বুকের ভিত্তে ধড়ফড়
ঝড়ে ভাঙ্গে ঘর তর, কথার নাই গা লড়চড়
গল্লির ঘুঘু বক্কর, মাল লইয়া রঘু চক্কর
ট্যাকার sound কড়কড়, ওরে যাইবার দিস না, ধর, ধর!
মুহে বহুত ফরফর, তর বুকের ভিত্তে ধড়ফড়
Random Lyrics
- adamfael - blink lyrics
- the beach boys - why don't they let us fall in love lyrics
- aaron green (christian edm) - smoke clears lyrics
- joe perry - dream on (reggae mix) lyrics
- lucy patané - las dudas y las deudas lyrics
- miesha & the spanks - bear kids lyrics
- young d (rd) & luis brown - bandido lyrics
- tyler, the creator - fish (live) lyrics
- d3$mond! - fzmr lyrics
- nicky dumas - la versión lyrics