shibu [bd] - rimjhim brishti lyrics
[verse 1]
একি নেশা জড়ালে
সকাল থেকে দুপুর আমার মনে
ঘন মেঘের আড়ালে
শিলা জমে থাকে অভিমানে
ঝড়ো হাওয়া বইছে
সূর্য মামা কোথায় উড়ে গেছে?
ভাবি ভেসে যাবে কি মেঘের দেশে আমার সাথে?
তোমায় দেখে আঁধারেও আলো খুঁজে পাই সত্যি
তোমার ছোঁয়ায় স্রোতের সাথে উড়ে চলে যাব কি?
তুমি চলে গেলে আকাশ ভরা আলোড়ন দেখি
আবার কবে কাছে পাবো তোমায়?
[chorus]
রিমঝিম বৃষ্টি সারারাত+সারাদিন
হাতটা দাও না বাড়িয়ে
চলো তুমি আমি ভিজি
থমথম মেঘের শব্দের চোটে
জড়িয়ে ধরো আমায়
আমি আছি এখানে
[verse 2]
feels like the old days
রিকশায় ঘুরাঘুরি
poly নিয়ে টানাটানি
কেন এত বাড়াবাড়ি বলো?
এখনও সময় আছে বাকি
চলো না ছাতা ফেলে বৃষ্টিতে হাঁটি
[pre+chorus]
ফেলে দাও অভিমান সব
নাইলে ডুবে যাবে মন আমার ঝটপট
লিখে দিবো প্রেমপত্র
লাগবে না কোনো stamp, কোনো ঠিকানা
শুধু সারা দিও, করো না একই বাহানা
[chorus]
রিমঝিম বৃষ্টি সারারাত+সারাদিন (yeah, yeah)
রিমঝিম বৃষ্টি সারারাত+সারাদিন (yeah, yeah)
রিমঝিম বৃষ্টি সারারাত+সারাদিন
(come on)
[chorus]
রিমঝিম বৃষ্টি সারারাত+সারাদিন
হাতটা দাও না বাড়িয়ে
চলো তুমি আমি ভিজি
থমথম মেঘের শব্দের চোটে
জড়িয়ে ধরো আমায়
আমি আছি এখানে
রিমঝিম বৃষ্টি সারারাত+সারাদিন
হাতটা দাও না বাড়িয়ে
চলো তুমি আমি ভিজি
থমথম মেঘের শব্দের চোটে
জড়িয়ে ধরো আমায়
আমি আছি এখানে
[outro]
রিমঝিম বৃষ্টি সারারাত+সারাদিন
হাতটা দাও না বাড়িয়ে
থমথম মেঘের শব্দের চোটে
জড়িয়ে ধরো আমায়
Random Lyrics
- whokilledxix - nothing else lyrics
- primer dan - líos lyrics
- нестор (whatswrongwhu) - тримай дистанцію (keep distance) lyrics
- generacion suicida - no dejes explicacion lyrics
- pj glizzy - hug the block lyrics
- josodo & myha - челюсть (jaw) lyrics
- lil xavier - lil xavier - 4f3r4/intro lyrics
- nada obrić - ako ti kazem lyrics
- 藍奕邦 (pong nan) - 浮木 (driftwood) lyrics
- grasa, szalai & gyuris - baktérium cypher lyrics