
shibu - opekkha lyrics
Loading...
[verse 1]
এখন তো অনেক রাত
তোমায় ফোনে কেনো পাই না
সাথী একসাথে দুঃখ বা সুখ
বাটাবাটি হয় না
[chorus]
আর নাই পিছুটান
চলে যদি যাও, চলে যাও
তবু যদি বুকে খাঁজে
কান পেতে শোনো
[verse 2]
সাথী এখন কী আর
মনে পড়ে নাকি
আমার আদরের চাপ
জমে থাকে যদি
[chorus]
আর নাই পিছুটান
চলে যদি যাও, চলে যাও
তবু যদি বুকে খাঁজে
কান পেতে শোনো
[bridge]
ভালোবাসার টানে
দিলাম ১৩ নদী পাড়ি
রোদের তাপে জ্বলে পুড়ে
জ্ঞান হারিয়ে আছি তবু
[verse 3]
ঠিকানা তা পাচ্ছি না
হৃদয় জুড়ে কী যে জ্বালা
তোমায় ঘিরে জীবন আমার
আর সহিতে পারবো না
[chorus]
আর নাই পিছুটান
চলে যদি যাও, চলে যাও
তবু যদি বুকে খাঁজে
কান পেতে শোনো
[outro]
তুমি এখন বা তখন
বা যখনই চাও
আমি অপেক্ষায় আছি
যদি সময়টা পাও
Random Lyrics
- skippa - toxic lyrics
- haarvey cutts - she/he/they/it lyrics
- sinister s - limbo lyrics
- trampolines & david zach - come alive lyrics
- shinegod7 & darcane (madd og) - ранетки (ranetki) lyrics
- skillet - showtime (live) lyrics
- cœur de pirate - un autre regret lyrics
- vusa mkhaya - shonalanga lyrics
- the sphere (ita) - oedipus' dream lyrics
- author & punisher - rook lyrics