shila aziz - onek sadhonar pore lyrics
Loading...
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে;
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে
আপন হাতে,
জীবনে মরণে, আধারে – আলোতে থাকবো
তোমার সাথে;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
যাবেনা কখনও ফুরিয়ে যাবে না – আমার
ভালোবাসা;
তোমাকে পেয়েছি – পেয়েছি আবারো
বাচার নতুন আশা;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন । ।
Random Lyrics
- sig ragga - angeles y serafines lyrics
- mexico86 - sprovveduta lyrics
- paula cavalciuk feat. fernanda teka - colecionador de opiniões lyrics
- lamont - i lyrics
- fauve - sous les arcades lyrics
- hanybal - kopfgefickt lyrics
- clinton sparks feat. joey bandz - saturday night lyrics
- timothy reddick - you are everything lyrics
- 鈴木このみ - tears breakaer with piano lyrics
- roy acuff - the precious jewel (version 2) lyrics