
shironamhin - bhoboghure jhor lyrics
Loading...
চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে
চারিপাশে বিমূর্ত রেখায়
আমি, ভবঘুরে ঝড়, তোমাদের খুব কাছে
ছায়া হয়ে যাই
তোমাদের ভালোবাসা……
শনশন উত্তাল হাওয়ায়
চৌরাস্তার ল্যাম্পপোস্ট হাঁপায়
এক কাপ গরম চায়ে
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ভিজে একাকার
তোমাদের ভালোবাসা……
কখনো তোমাদের অজানা জানায়
বাউন্ডুলে ঝড় আমায় ভাবায়……
তোমাদের ছায়ায়
নির্বাক ভালোবাসা
আমি আজন্ম ভবঘুরে……
ঝড় নিয়ে আসি।
Random Lyrics
- g. love & special sauce - milk and sugar lyrics
- kurt cobain - opinion lyrics
- zotiyac - tombstonez lyrics
- bethel music - living hope (live) lyrics
- the well pennies - drive lyrics
- eliza - xmas in bed by lyrics
- faith envys - excuse me lyrics
- flipp dinero - feelin like lyrics
- los enanitos verdes - la luz de tu mirar lyrics
- sb struktura dźwięków - ryzykanci lyrics