
shironamhin - borosha lyrics
Loading...
[chorus]
বরষা মানেনা
ঝরছে জলধারা
বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা
কাটবে কি ঘনঘটা
[chorus]
অনুনয় মানেনা
অবারিত মনকথা
অনুনয় মানেনা
অবারিত মনকথা
জানিনা, জানিনা
থামবে কি ঘনঘটা
[verse 1]
নির্ঝর গগনে, অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে+
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”
[verse 2]
দিপীকা সায়রে
অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষা, অলোক দহনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”
[chorus]
বরষা মানেনা
ঝরছে জলধারা
বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা
কাটবে কি ঘনঘটা
Random Lyrics
- emede - me dicen el papi lyrics
- dunja ilić - živim na ivici lyrics
- huey mack - one of one lyrics
- the shore - take what's mine lyrics
- vaindi - habits lyrics
- kelz (indie) - nice to see u lyrics
- nik yato - infinite lyrics
- original broadway cast of six - heart of stone lyrics
- dakoda craft - demons lyrics
- spooky mansion - back home lyrics