shironamhin - eka (একা) lyrics
Loading...
রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো
সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আধারে।
আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া
নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই
তবু এক দীপ্তি রয়ে গেছে…..
যত দূরে যেতে চাই নিলীমার পথে
আরো দূরে সরে যায় রাতের আকাশে
চুপচাপ শহরে নিশ্বাস ফেলে আসি
এই নিরব বাতাসে ……..
Random Lyrics
- nashville cast - stronger than me by nashville cast lyrics
- nyiko - you know i loved it lyrics
- tuzza - włoski sen lyrics
- dave matthews band - hello again - live from san francisco lyrics
- de la soul - ghost weed #3 - black thought lyrics
- grime - on the white house lawn lyrics
- jovanny cadena y su estilo privado - así quería mirarte lyrics
- team starkid - what do you want, paul? lyrics
- mathis oneblaze - trap (bloqué) lyrics
- m.e.d. - all i know lyrics